Wednesday, July 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

বসতঘর থেকে শিশুকন্যাসহ মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উদ্ধারের পর মরদেহ দুটি থানায় নিয়ে যাওয়া হয়েছে

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৪:১৭ পিএম

নোয়াখালী সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের একটি বাড়ি থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- রাবেয়া বসরী (২৩) ও তার চার বছর বয়সী মেয়ে জান্নাতুল ইসলাম। উদ্ধারের পর মরদেহ দুটি সুধারাম থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কাদিরহানিফ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহিম নিহত রাবেয়ার স্বামী আবদুর রহমানের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “বৃহস্পতিবার দুপুরে নিহতের স্বামী আবদুর রহমান তার ছোট বোনের বাড়িতে দাওয়াত খেতে যান। বিকেল ৪টার দিকে বাড়ি ফিরে দেখেন, তার মেয়ে জান্নাতুল ও স্ত্রী রাবেয়া বসরীর মরদেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলছে। তিনি চিৎকার দিলে পাশের ঘর থেকে তার ভাইসহ প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে আমিও ওই বাড়িতে যাই।”

ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) লন্ডন চৌধুরী সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “আমি মা ও মেয়ের লাশ পৃথক দুটি রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছি। স্বামীর দেওয়া বক্তব্য অনুযায়ী, তিনি দেড়টার দিকে ছোট বোনের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ফিরে এসে দেখেন ঘরের কাপড়চোপড় এলোমেলো, কক্ষের ভেতর তার মেয়ে ও স্ত্রীর লাশ ঝুলছে। তখন চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন।”

লন্ডন চৌধুরী আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য স্বামী আবদুর রহমানকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যম প্রথম আলোকে তিনি বলেন, “ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মা-মেয়ের মৃত্যু হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

   

About

Popular Links

x