দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আক্রান্ত ১৫৯ জনের মধ্যে পুরুষ ৮৮ ও নারী ৭১ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১২৪ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে।
শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। মৃত পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী। এর মধ্যে বরিশাল বিভাগের চারজন, বাকি একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের।
২০২৫ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫,৫৭০ জন।
এছাড়া, বরিশাল বিভাগে ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১০ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, ঢাকা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে একজন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৫,০১১ জন। ১৩ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫,৫৭০ জন। এর মধ্যে ৫৫.৩% পুরুষ এবং ৪৪.৭% নারী।