Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাজ্য সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা

লন্ডন সফরে ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা গ্রহণ করেন তিনি

আপডেট : ১৪ জুন ২০২৫, ১১:৩১ এএম

যুক্তরাজ্যে চার দিনের সফর শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ জুন) সকাল পৌনে ১০টায় তিনি বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

এর আগে শুক্রবার স্থানীয় সময় ৭টা ১৫ মিনিটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

লন্ডন সফরে গিয়ে গত বৃহস্পতিবার অধ্যাপক ইউনূস “কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫” সম্মাননা গ্রহণ করেন। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এদিন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকও করেন প্রধান উপদেষ্টা।

সফরের শেষ দিন শুক্রবার প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফলপ্রসূ বৈঠক করেছেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া এই চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি লন্ডন পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন প্রমুখ।

   

About

Popular Links

x