Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে

আপডেট : ১৫ জুন ২০২৫, ১২:০২ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার তা সক্রিয় হচ্ছে। আর এ সক্রিয়তার কারণেই আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

রবিবার (১৫ জুন) সকাল ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “আজ দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।”

ওমর ফারুক বলেন, “আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও রাজশাহী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। তবে দু–এক দিনে বৃষ্টি বাড়তে পারে।”

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর পুন:, ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

   

About

Popular Links

x