রাজধানী ঢাকার মতিঝিলের আরামবাগ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. মুজাহিদুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
রবিবার (১৫ জুন) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনেয়ে নেয় ছিনতাইকারীরা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মুজাহিদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম রামপুর কালা চাঁদপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকার চকবাজারের একটি ব্যাগের দোকানে কাজ করতেন।
মুজাহিদের সহকর্মী মোবারক হোসেন জানান, ঈদের ছুটি শেষে আজ ঢাকা ফেরেন মুজাহিদ। ভোরে মতিঝিলের আরামবাগ বাস কাউন্টারে নামেন তিনি। পরে সেখান থেকে চকবাজার যাওয়ার পথে চার থেকে পাঁচজন ছিনতাইকারী বুকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে যায়।
মোবারক হোসেন বলেন, “খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনি। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।”
মো. ফারুক বলেন, “আজ সকালের দিকে রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।”