Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার ৭টি

পুলিশ জানায়, ককটেলগুলো ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করেছে

আপডেট : ১৬ জুন ২০২৫, ০১:১৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) একটি ছাত্র হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনের সামনে থেকে আরও সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, ভোরের দিকে হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা নয়। মেডিকেল সেন্টার ও অ্যানেক্স ভবন এলাকার সাতটি ককটেল পাওয়া গেছে। একটি স্থানে চারটি এবং আরেকটি স্থানে তিনটি ছিল।

তিনি আরও জানান, সকালে নিরাপত্তা কর্মীরা দুটি খাবারের বক্স দেখতে পায়। পরে সন্দেহ হলে তারা ব্যাগ খুলে দেখে লাল টেপ দিয়ে প্যাঁচানো। তখন আমরা পুলিশকে খবর দেই। প্রথমে পুলিশ পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

জানা গেছে, ভোরে হাইকোর্ট মাজার গেট ও রাস্তার বিপরীত পাশ থেকে দুইটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এসময় একটি ককটেল মাজার গেটের সামনে আর অন্যটি হাইকোর্টের সামনের ওপর পাশের সড়কে বিস্ফোরিত হয়।

সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের (আইন ভবন) পাশে কাঠবাদাম গাছের নিচে অবিস্ফোরিত অবস্থায় সাতটি ককটেল পাওয়া যায়। ককটেলগুলো প্রথমে সিকিউরিটি গার্ড দেখেনে। এরপর ঢাবির প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশকে জানানো হয়। সোয়া ৯টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর সংবাদমাধ্যমকে বলেন, “ককটেলগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করেছে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।”

   

About

Popular Links

x