রাজধানীর ইডেন কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে পানিতে ডুবে সানজিদা (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার সঙ্গে নামা বান্ধবী প্রাণে বেঁচে গেছেন।
সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় সানজিদাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সানজিদার বড় ভাই তানভীর ইসলাম বলেন, “সকালে বাসা থেকে প্রাকটিক্যাল পরীক্ষার কথা বলে বের হয়েছিল। পরে শুনি সে ইডেন কলেজের পুকুরের পানিতে ডুবে গিয়েছিল, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।”
ইডেন কলেজের খোদেজা খাতুন ছাত্রী নিবাসের অফিস সহকারী রিফাত আরা রিমা বলেন, “মোহনার কাছে সানজিদা প্রাইভেট পড়তো। সকালে তার কাছেই এসেছিল।”
ওসি মোস্তফা কামাল বলেন, “যতটুকু জানতে পেরেছি, সকালে দুই বান্ধবী মিলে সাঁতার শিখবে বলে বাসা থেকে বের হয়। ইডেন কলেজের পুকুরে গিয়ে দুজন নামলে সানজিদা তলিয়ে যায়। আর সঙ্গে পুকুরে নামা বান্ধবী কোনোভাবে উঠে আসেন।”
তিনি আরও বলেন, “পরে কলেজের স্টাফরা তাকে উদ্ধার করে পালস আছে দেখতে পায়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
সানজিদাকে হাসপাতালে নিয়ে আসা ইডেন কলেজের শিক্ষার্থী মাইশা ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহনা ইসলামের সঙ্গে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা সাঁতার শিখতে পুকুরে নামে। পরে সে পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সানজিদা আর বেঁচে নেই।”
তিনি জানান, সানজিদার বাসা চকবাজার থানার চম্পাকলি এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ সারজু। এক ভাই তিন বোনের মধ্যে সে ছিল ছোট।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “ইডেন কলেজের পুকুরে ডুবে যাওয়া এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।”