কোস্টগার্ডের অভিযানে মুন্সীগঞ্জের পদ্মা সেতু-সংলগ্ন এলাকা থেকে চাঁদাবাজ ও প্রতারক অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ জুন) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজং এর পদ্মা সেতু-সংলগ্ন ওজন স্কেল এলাকায় স্থানীয় বাসিন্দা আলামিন সরকার, মিঠু মিয়া ও আল-আমিন মিয়া নামের তিনজন ব্যক্তি বাংলাদেশ কোস্টগার্ড সদস্য পরিচয়ে একটি ট্রাক আটক করে চাঁদা দাবি করে। ঘটনাস্থলে পদ্মা সেতু কর্তৃপক্ষের পেট্রোল দল উপস্থিত হলে অভিযুক্তরা ট্রাকের লাইনম্যানের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এছাড়াও এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে কোস্টগার্ডের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছিল এবং তারা কোস্টগার্ডের চলাচল ও কার্যক্রম সম্পর্কিত তথ্য চোরাকারবারিদের কাছে পাচার করে আসছিল বলে জানা যায়।”
এ ঘটনার প্রেক্ষিতে গত রবিবার সকাল ৮টায় বাংলাদেশ কোস্টগার্ড কম্পোজিট স্টেশন পদ্মা একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের অন্যতম সদস্য আলামিন সরকারকে (২৮) আটক করে।
আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট অপর দুই ব্যক্তির নাম প্রকাশ করে।
আটককৃত চাঁদাবাজ চক্রের সদস্য মুন্সীগঞ্জ জেলার পদ্মা (উত্তর) থানাধীন কান্দিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর এবং অপর দুই প্রতারকসহ তার বিরুদ্ধে পদ্মা উত্তর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”