গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যাত্রাবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কাপাসিয়া উপজেলার জামিলারচর এলাকার (পল্লী বিদ্যুৎ অফিস) সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে তহিদুল্লাহ মিয়া (১৪), একই উপজেলার কমলবুক গ্রামের তানভীর মিয়ার ছেলে শায়ান (০৩) এবং নিহত শিশুর মা রত্না আক্তার (২৩)। এ ঘটনায় সিএনজিচালকসহ তিনজন আহত হয়েছে।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন বলেন, “দুপুরে কিশোরগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি গাজীপুর যাচ্ছিল। কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের উপজেলার চামীরার চর (পল্লী বিদ্যুৎ অফিস) এলাকায় অজ্ঞাত বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় সিএনজি উল্টে গিয়ে ৩ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত রত্নাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় তিনিও মারা যান।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণ কুমার দাস বলেন, “দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতলে মৃত অবস্থায় আনা হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে যাওয়ার পথে তিনিও মারা যান।”