Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

জামিনে মুক্তি পেলেন গানবাংলার তাপস

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি

আপডেট : ১৮ জুন ২০২৫, ১০:৩৩ পিএম

দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে কারাবন্দী থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস।

বুধবার (১৮ জুন) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) সুরাইয়া আক্তার সংবাদমাধ্যম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

সুরাইয়া আক্তার সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের কাগজপত্র যাচাই করার পর কৌশিক হোসেন তাপসকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে।”

আদালতসংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, গুলশান থানার পৃথক দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান কৌশিক হোসেন। পরে জামিননামা আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জমা দেওয়া হয়। আদালত থেকে পরে কারাগারে জামিনের কাগজ পাঠানো হয়।

এর আগে গত বছরের ৩ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার কয়েকটি মামলায় তাপসকে গ্রেপ্তার করা হয়।

   

About

Popular Links

x