Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

তিতাসে ভাসছিল ‘মাছে খেয়ে ফেলা’ কন্যা শিশুর লাশ

জন্মের কিছু সময় পরই শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয় ধারণা করা হচ্ছে

আপডেট : ২০ জুন ২০২৫, ১০:৫৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত বাজারের লোকজন জানান, মেয়ে শিশুটির শরীরের একটি অংশ মাছ বা কোনো প্রাণী খেয়ে ফেলেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে শহরের আনন্দ বাজার ঘাটলার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিতরা বলেন, জন্মের কিছু সময় পরই শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয় ধারণা করা হচ্ছে। তার শরীরের মাথার দিকের কিছু অংশ নেই, মনে হচ্ছে মাছ বা কোনো প্রাণী তা খেয়ে ফেলেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং মানবিক বিবেচনায় আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”

   
Banner

About

Popular Links

x