Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফেনীতে নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে

কর্তৃপক্ষ জানিয়েছে, ফেনীর মুহুরী নদীর বাঁধের বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে

আপডেট : ২০ জুন ২০২৫, ০৩:১০ পিএম

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাঁধ ভেঙে এই ঘটনা ঘটে। এতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয়রা জানান, পানি ঢুকে বিভিন্ন বাড়িঘর ডুবে গেছে। রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এ পরিস্থিতিতে দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর এবং বশিখপুরসহ আশপাশের বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ফুলগাজী বাজারে পানি ঢুকে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পরশুরাম উপজেলাতেও নদীর পাড় দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে বাঁধের বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উত্তর বরইয়ায় একটি স্থানে বাঁধ ভেঙে পরিস্থিতি আরও গুরুতর হয়েছে।

   

About

Popular Links

x