Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ও তাপমাত্রা বৃদ্ধি নিয়ে যা বলল আবহাওয়া অফিস

নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে

আপডেট : ২১ জুন ২০২৫, ০১:৩৬ পিএম

গত সপ্তাহে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে ভারতের দিকে সরে গেছে। এর পরিপ্রেক্ষিতে দেশের সমুদ্রবন্দরগুলোতে দেওয়া ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টিপাতে প্রবণতা মোটামুটি অব্যাহত থাকলেও গত কয়েকদিন ধরে তাপমাত্রা যতটা কমে গিয়েছিল, তা কিছুটা বাড়ার আভাস দিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

শনিবার (২১ জুন) আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের স্ক্রল থেকে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এছাড়া আজ শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস

এদিকে, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ (শনিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টিপাতের এই প্রবণতা পরের কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে তাপমাত্রা আগামীকালও কিছুটা বেড়ে পরের কয়েকদিন তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

টানা বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিন ধরেই সারাদেশের তাপমাত্রা বেশ কমে গেছে। এর ফলে গরম কমে জনমনে ফিরেছে স্বস্তি।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। কিশোরগঞ্জের নিকলী উপজেলায় রেকর্ড করা হয় এই তাপমাত্রা। অপরদিকে, বান্দরবানে রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সারাদেশে এই সময়ে তা সর্বনিম্ন। এছাড়াও এই সময়ের মধ্যে সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় নেত্রকোণা জেলায়।

   
Banner

About

Popular Links

x