ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন থেকে গয়না তৈরির এক কারিগরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
শনিবার (২১ জুন) গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত আব্দুল মালেক (৩৬) কান্দি ভাকুর্তা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মার্কেটে রুপার গয়না তৈরির কারিগর ছিলেন।
সাভার মডেল থানার পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর ৩টার দিকে ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুল সংলগ্ন একটি টায়ার কারখানার পাশে একটি মেহগনি গাছের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় আব্দুল মালেকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বিলায়েত হোসেন বলেন, “নিহতের মাথার ডান পাশে পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।”
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে আব্দুল মালেককে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।”