Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে

আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:৪১ এএম

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৩ জুন) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগে ডিবি ওয়ারী শাখার একটি দল তাকে গ্রেপ্তার করে।

এর আগে, রবিবার (২২ জুন) মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জ শোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজধানীর মিরপুরসহ বিভিন্ন থানায় সাবিনা আক্তারের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি নবাবগঞ্জে আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের একটি দল নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

এদিকে, সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় ডিবি পুলিশ গ্রেপ্তার করতে গেলে স্থানীয় নারী-পুরুষের বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

সাবিনা আক্তার তুহিনকে সাধারণ মানুষ ঘিরে রাখে এবং তিনি নির্দোষ দাবি করে গ্রেপ্তার না করার অনুরোধ করা হয়। সাবিনা আক্তার তুহিনকে দেখা যায় তার সমর্থক ও সাধারণ মানুষকে বাধা না দেওয়ার অনুরোধ করছেন।

   

About

Popular Links

x