Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

সচিবালয়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা

কর্মবিরতি শেষে আগামীকালের কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়েছেন আন্দোলনকারীরা

আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:৩২ পিএম

“সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” বাতিলের দাবিতে পূর্বঘোষিত দুই ঘণ্টার কর্মবিরতি পান করছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনরত কর্মচারীরা।

সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো. নজরুল ইসলাম।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, পূর্বঘোষণা অনুযায়ী আমরা আজকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবো। বেলা ১১টা থেকে কর্মবিরতি শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। কর্মবিরতি শেষে আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করবো।

কর্মবিরতি উপলক্ষে বেলা ১১টা থেকেই সচিবালয় ২ নম্বর ভবনের তৃতীয় তলায় কেন্দ্রীয় লাইব্রেরিতে কর্মচারীরা জড়ো হতে শুরু করেন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে কর্মচারীরা লাইব্রেরিতে আসেন।

এর আগে, রবিবার (২২ জুন) দুপুরে সচিবালয়ের ভেতরে বড় ধরনের বিক্ষোভের পর নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী কর্মচারীরা। নতুন কর্মসূচি অনুযায়ী, অধ্যাদেশটি বাতিলের দাবিতে আগামীকাল সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা।

প্রসঙ্গত, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে গত ২৪ মে থেকে আন্দোলন করছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

আন্দোলন চলার মধ্যেই ২৫ মে অধ্যাদেশটি জারি করে সরকার। এরপর থেকে বিক্ষোভ, কর্মবিরতি ও স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী কর্মচারীরা।

ঈদের ছুটি শেষে অফিস খোলার একদিন পর গত সোমবার থেকে আবার সচিবালয়ের ভেতর টানা বিক্ষোভ করে আসছেন আন্দোলনকারী কর্মচারীরা।

আন্দোলনকারী কর্মচারীরা অধ্যাদেশটিকে “কালো আইন” আখ্যায়িত করেছেন। এটি বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন বন্ধ করবেন না বলে ঘোষণা দিয়েছেন।

   

About

Popular Links

x