Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাতে কেমন থাকবে ঢাকার আবহাওয়া

আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:৪৩ পিএম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আগামী ৬ ঘণ্টা আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এসময় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৩ জুন) আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এসময় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস ও আদ্রতা ছিল ৬৪%। গত ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

   
Banner

About

Popular Links

x