Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান!

হয় বউ হবেন, নাহয় লাশ হয়ে প্রেমিকের বাড়ির কবরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন ওই তরুণী

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০২:৪২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাধাগঞ্জ ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজ ছাত্রী। 

জানা গেছে, নারিকেলবাড়ী গ্রামের নুরুল হক খন্দকারের ছেলে সেনাসদস্য মিরাজ খন্দকারের সাথে মাদারীপুর জেলার একটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রীর সাথে গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত বৃহস্পতিবার মিরাজ খন্দকার ওই ছাত্রীকে ফোন দিয়ে তার বিয়ের কথা জানায়।ওইদিনই ওই কলেজ ছাত্রী বিয়ের দাবিতে তার বাড়ির সামনে অবস্থান নিলে পালিয়ে যায় মিরাজ খন্দকার।

অবস্থান নেওয়া ওই ছাত্রী জানান, “মিরাজের বাড়ির পাশেই আমার মামা ও খালা বাড়ি। এখানে আসা যাওয়ার সুবাদে মিরাজের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে বর্তমানে রাঙ্গামাটি ক্যান্টনমেন্টে কর্মরত আছে। এখান থেকে ছুটিতে এসে বিভিন্ন সময়ে মিরাজ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক করে। মিরাজ যদি এখন আমাকে বিয়ে না করে তা হলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করবো।”

এ বিষয়ে মিরাজের বাবা নুরুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।  

রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অমৃত লাল হালদার বলেন, “শনিবার গভীর রাত পর্যন্ত ছেলে এবং মেয়েপক্ষ মিলে বিষয়টি নিয়ে সামাজিক ভাবে বসেছিল। শুনেছি উভয় পক্ষই ছেলে মেয়ের বিয়ে দিতে সম্মত হয়েছেন।” 

About

Popular Links