Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্রমন্ত্রী: শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনায় দেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে

'বাংলাদেশের জনগণ এ ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিশ্বাস করেনা'

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০৬:০৬ পিএম

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে যেকোন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার বিকেলে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যেকোন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সবসময় ধিক্কার জানায়। বাংলাদেশের জনগণ এ ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিশ্বাস করেনা"। 

"এদেশের জনগণ ভ্রাতৃপ্রতিম। এটি অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। এখানে কোন গির্জায়, মসজিদে,মন্দিরে হামলার মতো কোন ঘটনা ঘটুক আমরা কেউ তা চাইনা", যোগ করেন আসাদুজ্জামান খান কামাল।

এসময় কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x