ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
শনিবার (৫ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সোহরাব মিয়ার (২৮) বাড়ি চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে। তিনি চাতলপাড়া ইউনিয়নের কাঠালকান্দি ওয়ার্ড (৯ নম্বর) ছাত্রদলের সহসাধারণ সম্পাদক।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চাতল পাড় ইউনিয়নের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এরই অংশ হিসেবে শনিবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উল্টা গোষ্ঠীর নেতৃত্বে আছেন চাতলপাড় ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ আলীর ছেলে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন। মোল্লা গোষ্ঠীর নেতৃত্বে আছেন ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোতাহার হোসেন এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন। ৫ আগস্টের পর দলসহ শিক্ষাপ্রতিষ্ঠান, বাজারের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর সোহরাব নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। সংঘর্ষ চলাকালে উল্টা গোষ্ঠীর পাঁচটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সোহরাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৫টার দিকে উল্টা গোষ্ঠীর লালারপুট গ্রামের একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, “দুই গোষ্ঠীর লোকজনই বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের। সোহরাবের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন চাতলপাড় বাজারের পাঁচ শতাধিক ব্যবসায়ী।”
মোল্লা গোষ্ঠীর পক্ষের মোতাহার হোসেন বলেন, “শনিবার দুপুরে অতর্কিত আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের গোষ্ঠীর সোহরাব টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন।”
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শানিহা নাসরিন বলেন, “সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পেয়েছি। লুটপাটের ঘটনা শুনেছি। আমি সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কথা বলেছি।”