Monday, July 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খিলগাঁওয়ের তালতলা এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে তানিশা আক্তার লাইজু (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি তেজগাঁও কলেজের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে খিলগাঁওয়ের তালতলা এলাকার ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন।

তিনি বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে সংবাদ পেয়ে তাদের উপস্থিতিতে এদিন রাতে খিলগাঁও তালতলার একটি ভাড়া বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, তানিশা আক্তার তার বাবার ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি বিবাহিত ছিলেন। তার স্বামীর নাম ফয়সাল আহমেদ। তবে কী কারণে কেন তিনি আত্মহত্যা করেছেন, তা তৎক্ষাণিক জানতে পারেননি পরিবারের সদস্যরা।

তিনি আরও জানান, বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্বজনরা জানিয়েছেন, তানিশা আক্তার তেজগাঁও কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শাহাপাড়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। বর্তমানে খিলগাঁও তিলপাড়ায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

   

About

Popular Links

x