Tuesday, July 08, 2025

সেকশন

English
Dhaka Tribune

বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

বৃষ্টি শুরু হলে বাবা-ছেলে দুজনেই একটি গাছের নিচে আশ্রয় নেন

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৮:৫৭ পিএম

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর (কান্দিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- সৌদি আরব প্রবাসী গোলাম মোস্তফা (৪৫) ও তার ছেলে নাঈম মিয়া (৫)।

মোস্তফার পরিবারের সদস্যরা জানান, প্রায় চার মাস আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। রবিবার বিকেলে বাড়ির পাশেই ধানের বীজ রোপণ করতে যান মোস্তফা। এ সময় ছেলে নাঈম তার সঙ্গে ছিল। এ সময় হালকা বৃষ্টি শুরু হলে বাবা-ছেলে দুজনেই জমির পাশে একটি গাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া পথে মৃত্যু হয় নাঈমের। 

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

   
Banner

About

Popular Links

x