ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১:৩০ মিনিটের দিকে তারা নিলক্ষেত-নিউ মার্কেট সংযোগের রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, "শিক্ষার্থীরা ৭/৮টি দাবি আদায়ের জন্য নিউ মার্কেট ক্রসিংয়ে আন্দোলন করছে।"
তিনি বলেন, "তাদের দাবিগুলোর মধ্যে একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছ থেকে যথা সময়ে পরীক্ষার ফলাফল পাওয়া।"
তিনি আরও বলেন, "আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। এখানে পরিস্তিতি নিয়ন্ত্রণে রয়েছে।"
শিক্ষার্থীরা বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করছেন।
তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে যাবেন না।