Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

আসাদুজ্জামান নূর: হিজড়ারাও আল্লাহর সৃষ্টি

তিনি বলেন, তাদেরকে হেয় করা আমাদের উচিৎ নয়।

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৯:৩০ পিএম

আওয়ামী লীগ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেছেন, হিজড়ারাও আল্লাহতালার সৃষ্টি। তাই শেখ হাসিনা সরকার তাদেরকে সমাজের মূলধারায় সংযুক্ত করার চেষ্টা করছে।

বাসস জানায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে নীলফামারী জেলা অডিটরিয়ামে তৃতীয় লিঙ্গের মানুষদের এক সভায় এসব কথা বলেন আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, “সৃষ্টিকর্তা কেন তাদেরকে এভাবে সৃষ্টি করেছেন তা বোঝা কঠিন। কিন্তু সেজন্য তাদেরকে হেয় করা আমাদের উচিৎ নয়।”

জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ। উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের ডিআইজি মো. মজিদ আলী, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং উত্তরণ ফাউন্ডেশনের কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতিনিধিত্ব করেন আঙ্গুরী হিজড়া। তিনি বলেন, সমাজে আমাদেরও বাবা, মা এবং আত্মীয়-স্বজন রয়েছে। অনুষ্ঠানে মোট ৩৬ জন হিজড়া উপস্থিত ছিলেন।

About

Popular Links