Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

জায়ানকে শেষবারের মতো দেখতে শেখ সেলিমের বাড়িতে প্রধানমন্ত্রী

দুপুর পৌনে তিনটার দিকে ফুফাতো ভাই শেখ সেলিমের বনানীর বাড়িতে যান তিনি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০৩:৪৭ পিএম

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত শিশু জায়ানকে শেষবারের মতো দেখতে শেখ সেলিমের বাড়িতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে তিনটার দিকে ফুপাতো ভাই শেখ সেলিমের বনানীর বাড়িতে যান তিনি।  

এর আগে, জায়ানের মরদেহবাহী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি বেলা ১২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বেলা দেড়টার দিকে শিশু জায়ানকে তার নানাবাড়িতে নিয়ে আসা হয়। এদিকে শিশুটিকে দেখতে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও।

পরে জানাজা শেষে বনানী কবরস্থানে জায়ানকে দাফন করা হবে।

প্রসঙ্গত, শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার ছেলে জায়ান পরিবারের সাথে বেড়াতে যেয়ে কলম্বোর একটি হোটেলে অবস্থানকালে বোমা বিস্ফোরণের ঘটনায় মারা যায়।

   

About

Popular Links

x