Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাড়ছে না করমুক্ত আয়সীমা

তবে নারী ও ৬৫ বছরের বেশি বয়স্ক নাগরিকের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা আগের মতোই ৩ লাখ টাকা রাখা হয়েছে। প্রতিবন্ধী নাগরিকের ক্ষেত্রেও করমুক্ত আয়সীমার কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ সেটি ৪ লাখ টাকাই থাকছে।   

আপডেট : ১৩ জুন ২০১৯, ০৪:০৯ পিএম

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা আগের মতোই রাখার প্রস্তাব করা হয়েছে। সাধারণ করদাতাদের জন্য এ সীমা গত অর্থবছরের মতোই আড়াই লাখ টাকা রয়েছে। 

তবে নারী ও ৬৫ বছরের বেশি বয়স্ক নাগরিকের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা আগের মতোই ৩ লাখ টাকা রাখা হয়েছে। প্রতিবন্ধী নাগরিকের ক্ষেত্রেও করমুক্ত আয়সীমার কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ সেটি ৪ লাখ টাকাই থাকছে। 

এ ছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে এ আয়সীমা গত অর্থবছরের মতো ৪ লাখ ২৫ হাজার টাকাই রাখা হয়েছে।

এদিকে সাধারণ করদাতাদের ক্ষেত্রে গত অর্থ বছরের মতোই প্রথম চার লাখে ১০ শতাংশ, পরবর্তী ৫ লাখে ১৫ শতাংশ, পরবর্তী ৬ লাখে ২০ শতাংশ ও পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ২৫ শতাংশ এবং এরপরবর্তী সমুদয় আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর বসানোর প্রস্তাবটি বহাল রাখা হয়েছে।

About

Popular Links