অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, “বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ গাড়ি বাংলাদেশে তৈরির প্রস্তাব দিয়েছে জার্মানি। এ লক্ষ্যে এই গাড়ির কিছু পার্টস বংলাদেশে তৈরি করা হবে এবং কিছু পার্টস বিদেশ থেকে নিয়ে আসা হবে। পরে এখানেই অ্যাসেম্বল হবে।”
সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসা জার্মানির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থমন্ত্রী। খবর বাংলা ট্রিবিউনের।
আ হ ম মুস্তফা কামাল জানান, জার্মানির প্রতিনিধি দল বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ গাড়ি বাংলাদেশে সংযোজনের জন্য প্রস্তাব দিয়েছে। এই বাংলাদেশে বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ তৈরি করতে চায় জার্মানি এটি যদি হয়, তাহলে বাংলাদেশকে আর ব্যয়বহুল গাড়ি আমদানি করতে হবে না।
উল্লেখ্য, ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখতে জার্মানির ব্যবসায়ী প্রতিনিধি দলটি পাঁচ দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছে।