শতকরা হিসাবে গত অর্থবছরের তুলনায় এবারের বরাদ্দ কমেছে।
২০১৯-২০ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে সামরিক খাতে মোট বাজেটের ৬ দশমিক ১ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। এবারের অর্থবছরের বাজেটের মোট পরিমাণ ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।
সামরিক খাতে এবারের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৩২ হাজার ১০১ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৯ দশমিক ৪ শতাংশ বেশি। তবে শতকরা হিসাবে গত অর্থবছরের তুলনায় এবারের বরাদ্দ কমেছে। ২০১৮-১৯ অর্থবছরে সামরিক খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৬ দশমিক ৪৩ শতাংশ।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হয়।
বরাদ্দকৃত ৩২ হাজার ১০১ কোটি টাকার ১ হাজার ৪০৮ কোটি টাকা সামরিক উন্নয়নের জন্য রাখা হয়েছে। ১ হাজার ৯২৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অন্য সেবার পরিচালনা খরচের জন্য। বাকি ৩০ হাজার ৭৬৫ টাকা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সেবার জন্য রাখা হয়েছে।
মতামত দিন