এর আগে, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিলো ৩৩.৬৮ বিলিয়ন মার্কিন ডলার
করোনাভাইরাস মহামারির মধ্যেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। বুধবার (৩ জুন) দিনশেষে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ছিলো ৩৪.২৩ বিলিয়ন মার্কিন ডলার।
কোভিড-১৯ মহামারি মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৭৩ কোটি ২০ লাখ ডলারের জরুরি সহায়তা রিজার্ভে যোগ হওয়া এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়ায় রিজার্ভে এই বৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ এক কর্মকর্তা।
এর আগে, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বৈদেশিক রিজার্ভের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিলো ৩৩.৬৮ বিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য, প্রতিমাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসাবে এই রিজার্ভ দিয়ে সাড়ে আটমাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিনমাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুত থাকতে হয়।
চলতি অর্থবছরের প্রথম ১১মাসে সরকারের অভ্যন্তরীণ রেমিটেন্স ৮.৭২% বৃদ্ধি পেয়ে ১৬.৩6 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। সরকারের ২% প্রণোদনা প্রকল্পের জন্য এটি সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
মতামত দিন