একই সঙ্গে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার না চালানোর বিষয়ে মৌখিক হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ ও নগদকে শৃঙ্খলার সঙ্গে কাজ পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার না চালানোর বিষয়ে মৌখিক হুঁশিয়ারি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ ও ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় এই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বিকাশের প্রধান নির্বাহীকে জড়িয়ে বিভিন্ন ভিডিও চিত্র তৈরি ও নগদের সেবার বিরুদ্ধে সারা দেশে পোস্টার ছড়ানোর জন্য অজ্ঞাত ১০ হাজার জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বক্তব্য, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে থেকেই সব পক্ষকে কার্যক্রম পরিচালনা করতে হবে।
একই সাথে তাদের সতর্ক করে বলা হয়, জনগণের টাকার নিরাপত্তা দিতে কেন্দ্রীয় ব্যাংক নতুন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। তাই যেকোনো প্রচারণা ও কার্যক্রম চালানোর আগে তা বিশ্লেষণ করে দেখতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, “সরকারের প্রচার নীতিমালার আলোকে কেন্দ্রীয় ব্যাংক নগদ ও বিকাশের এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।”
“বাংলাদেশ ব্যাংক এমএফএস পরিষেবা প্রদানকারীদের প্রচার ও বিজ্ঞাপনের জন্য একটি গাইডলাইন তৈরি করবে”, তিনি যোগ করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নগদের পক্ষ থেকে ঢাকা ট্রিবিউনকে বলা হয়, “ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা এমএফএস পরিষেবা প্রদানকারীদের তাদের প্রচারে একে অপরকে আক্রমণ না করার জন্য বলেছিলেন।”
বিকাশের কর্পোরেট যোগাযোগের প্রধান শামসুদ্দিন হায়দার ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমরা কোনও প্রচার চালাচ্ছি না।”
"আমরা বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকায় আমাদের মোবাইল আর্থিক পরিষেবা পরিচালনা করছি এবং তাদের সমস্ত নির্দেশনা মেনে চলছি," তিনি যোগ করেন।
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অধীনে ১৫টি প্রতিষ্ঠান মোবাইলে আর্থিক সেবা দিচ্ছে।
মতামত দিন