Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

শিল্পাঞ্চলে শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে

যে এলাকায় ব্যাংক খোলা থাকবে সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা শহর, আশুলিয়া, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম

আপডেট : ১৯ মে ২০২০, ০৫:৫৭ পিএম

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন দেওয়ার সুবিধার্থে এবং আমদানি- রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে ব্যাংকগুলোকে শিল্পাঞ্চল এলাকায় শুক্রবার (২২ মে) ও শনিবার (২৩ মে) খোলা রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের “ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপার ভিশন” এক বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।

যে এলাকায় ব্যাংক খোলা থাকবে সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা শহর, আশুলিয়া, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকের শাখাগুলো শুক্রবার লেনদেনের জন্য সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এবং অন্যান্য কার্যক্রমের জন্য দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। আর শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন এবং অন্যান্য কার্যক্রম বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

   

About

Popular Links

x