বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে সপ্তাহে দুই দিন যথাক্রমে মঙ্গল ও শুক্রবার এবং কুয়ালালামপুর থেকে ঢাকার গন্তব্যে বুধ ও শনিবার বিমানের ফ্লাইট পরিচালিত হবে।
ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত ও তথ্য বিমান ওয়েবসাইটে পাওয়া যাবে।