Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিনিয়োগে তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আকৃষ্ট করার নির্দেশ প্রধানমন্ত্রীর

'এমনভাবে কাজ করতে হবে যাতে বিদেশিদের পাশাপাশি স্থানীয়রাও বিনিয়োগে উৎসাহী হয়'

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৬:১৬ পিএম

বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে তরুণদের সহযোগিতা ও উৎসাহিত করতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বেজার গভর্নিং বডির সপ্তম সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, “আপনাদের (বেজা) এমনভাবে কাজ করতে হবে যাতে একদিকে বিদেশি বিনিয়োগ আসে এবং অন্যদিকে স্থানীয়রাও বিনিয়োগ করতে পারে বা আমরা যেন আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের উৎসাহ দিতে পারি। অর্থাৎ আমাদের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে আকৃষ্ট করতে হবে এবং উৎসাহ দিতে হবে।”

“সরকার বিনিয়োগ আকৃষ্ট করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে এবং আবাদযোগ্য জমি ও বন রক্ষায় সারা দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে”, যোগ করেন তিনি।

এ সময় যুব সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তরুণ প্রজন্মের কেবল চাকরির পেছনে ছোটা উচিত নয়। তারা নিজেরাও কিছু করতে পারে। এগুলো লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে।”

শেখ হাসিনা আরও বলেন, “সন্দেহ নেই যে আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। কিন্তু একই সাথে আমাদের শিল্পায়নও প্রয়োজন। কারণ, কোনো দেশ শিল্পায়ন ছাড়া অগ্রগতি করতে পারে না। তবে, শিল্পায়নের দিকে অগ্রসর হওয়ার সময় আমাদের এটিও মনে রাখতে হবে যে বাংলাদেশের মতো একটি ছোট দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে আবাদযোগ্য জমিগুলো সুরক্ষিত রাখতে হবে। প্রকৃতির ভারসাম্য বজায় রাখাও অপরিহার্য। সব দিকে নজর রেখেই আমাদের একসাথে কাজ করতে হবে।”

 

About

Popular Links