Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

২০২২ সালের জুন মাসে চালু হবে পদ্মা সেতু

‘পদ্মা সেতু এখন বাস্তবতা। কাঠামোগতভাবে এটা সম্পূর্ণ হয়েছে’

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০৫:৫৬ পিএম

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 

তিনি বলেন, “পদ্মা সেতু এখন বাস্তবতা। কাঠামোগতভাবে এটা সম্পূর্ণ হয়েছে। ধারণা করছি ২০২২ সালের জুন মাসের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।” 


আরও পড়ুন - দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু, বসলো শেষ স্প্যান


বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজিত কোভিড-১৯ মোকাবিলা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজ বিষয়ে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। 

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “আমি ৮ বছর সেতু বিভাগের সচিব ছিলাম। আমি এখনও এই প্রকল্পটি দেখাশোনা করছি।”

About

Popular Links