আসন্ন ২০২১-২২ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।
আজ বিকেল তিনটায় অনুষ্ঠিত হতে যাওয়া সংসদের বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বাজেট পেশ করবেন। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেটে সম্মতি জানিয়ে সই করবেন।
স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৫০তম এ বাজেটটির অধিবেশনটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট হবে, অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৮তম বাজেট এটি। ২০০৮ সাল থেকে বর্তমান সরকারের টানা ১৩তম বাজেট। ছয় শতাংশেরও বেশি ঘাটতি থাকা এই বাজেট মোট জিডিপির পরিমাণ ১৭ দশমিক ৪৭ শতাংশ।
সংসদীয় সচিবালয়ের সূত্র জানায়, স্বাভাবিক সময়ের বাজেটের মতো এই অধিবেশন দু সপ্তাহের বেশি হবে না এবং খুব সংক্ষিপ্ত পরিসরে পুরো অধিবেশনটি সম্পন্ন হবে।