Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাড়ছে না ব্যক্তিগত আয়করের সীমা

গত বাজেটে করমুক্ত আয় ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়

আপডেট : ০৩ জুন ২০২১, ০৪:০৮ পিএম

২০২১-২২ অর্থবছরের বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।  

বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন মন্ত্রী।  

বাজেট উপস্থাপনে মন্ত্রী বলেন, এর আগেই করমুক্ত আয়ের সীমা প্রয়োজনীয় হারে পরিবর্তন করা হয়েছে। সে কারণে ২০২০-২০২১ বাজেটে আয়করে কোনো পরিবর্তন আসবে না। 

গত বাজেটে করমুক্ত আয় ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়। 

মোস্তফা কামাল বলেন, বর্তমান করের হার সাধারণ মানুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের ওপরও কার্যকর হবে। 

এর আগে সংসদে মন্ত্রীসভার বৈঠকে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেটের প্রস্তাবনা অনুমোদন করা হয়। এরপর মন্ত্রিসভায় অনুমোদিত বাজেট সংসদে উপস্থাপনের অনুমতি দিয়ে তাতে সম্মতিসূচক স্বাক্ষর করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এই বাজেটের মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকার।এবারের বাজেট মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। ঘাটতি জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে এ ঘাটতির পরিমাণ ছিল ৬ শতাংশ।  

   

About

Popular Links

x