Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

কোভিড মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বের অর্থনৈতিক অবস্থাই বেশ ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে

আপডেট : ০৩ জুন ২০২১, ০৭:০৮ পিএম

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রয়োজন ও টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে এই বরাদ্দ চেয়েছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (৩ জুন) সংসদে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় দেশের সার্বিক করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা ও স্বাস্থ্যখাতের প্রয়োজনীয়তার দিকগুলো বিবেচনায় রেখেই এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বের অর্থনৈতিক অবস্থাই বেশ ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে এবং করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় প্রত্যেক মন্ত্রণালয়ের জন্য বাজেট বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশের ২০ ভাগ মানুষের জন্য ৩ কোটি ৪০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা পাওয়া যাবে। এর মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ডোজ টিকা পাওয়া গেছে। এছাড়া ভারতের কাছ থেকে টিকা ক্রয় ও রাশিয়া এবং চীনের থেকেও টিকা ক্রয়ের ব্যাপারে আলোচনার কথাও তুলে ধরেন মন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, করোনাভাইরাসের টিকা ক্রয়ের জন্য ইতোমধ্যেই বিশ্ব ব্যাংক ৫০ কোটি ডলার এবং অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য আরও প্রায় দেড় কোটি ডলার সহায়তা দিয়েছে। এছাড়া করোনাভাইয়াসের টিকা ক্রয়ের জন্য এশীয়া উন্নয়ন ব্যাংকের কাছ থেকে আরও ৯৪ কোটি ডলার ঋণ চুক্তির ব্যাপারে চূড়ান্তে পর্যায়ে রয়েছে বাংলাদেশ।

   

About

Popular Links

x