Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

কালোটাকার বিষয়ে নেই সুনির্দিষ্ট ঘোষণা

কালোটাকা সাদা বা বিনিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী সরাসরি কিছু না বললেও তিনি বলেছেন, কালো টাকায় শেয়ার বাজার শক্তিশালী হয়েছে

আপডেট : ০৩ জুন ২০২১, ০৮:৫০ পিএম

২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করেন তিনি।

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত বা কালোটাকা সাদা করা বা বিনিয়োগের বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি। 

তবে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, পুঁজিবাজারকে গতিশীল করার লক্ষ্যে এক বছর “লক-ইন”সহ কতিপয় শর্ত সাপেক্ষে ব্যক্তিশ্রেণির করদাতারা পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের আওতায় ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ৩১১ জন করদাতা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগপূর্বক ৪৩ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৮ টাকা আয়কর পরিশোধ করেছেন। যার ফলে দেশের পুঁজিবাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং পুঁজিবাজার শক্তিশালী হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। ঢাকার শেয়ারবাজারের সূচক ৩৯ মাস পর ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে।



   

About

Popular Links

x