ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আগামী তিন দিনের মধ্যে সকল তথ্য জানাতে সব ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সুত্র নিশ্চিত করেছে। চিঠিতে মোহাম্মদ সাঈদ খোকনের জাতীয় পরিচয়পত্র, পিতার নাম, মাতার নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে গত মাসে সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করতে দুদককে আদেশ দিয়েছিলেন আদালত। তখন সাঈদ খোকন সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেছিলেন, "দুর্নীতি দমন কমিশনের এহেন কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে। তাপস নগর পরিচালনায় ব্যর্থতা ঢাকতেই প্রায়ই আমার প্রতি বিভিন্ন হয়রানি ও বিদ্বেষমূলক আচরণ করছেন।"