Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

শিল্প-কারখানা খুলে দেওয়ার অনুরোধ গার্মেন্টস মালিকদের

শিল্প-কারখানা খুলে দিতে মন্ত্রীপরিষদ বিভাগের সচিবের কাছে আবেদন জানিয়েছেন গার্মেন্টস মালিকরা

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৪:৪৩ পিএম

শিল্প-কারখানা খুলে দিতে মন্ত্রীপরিষদ বিভাগের সচিবের কাছে আবেদন জানিয়েছেন গার্মেন্টস মালিকরা। মন্ত্রীপরিষদ সচিবের সাথে সাক্ষাত শেষে বেরিয়ে যাওয়ার সময় একথা জানান বিজিএমইএ সভাপতি ফারুখ হাসান।

বৃহস্পতিবার (২৯ জুলাই) মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে সচিবালয়ে বৈঠক করেন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

ফারুখ হাসান বলেন, "সব ব্যবসায়ীর পক্ষ থেকে আমরা মন্ত্রীপরিষদ সচিবের সাথে দেখা করতে এসেছিলাম। এই যে লকডাউন চলছে, এটা থেকে সব ধরনের শিল্পকে যেন কাজ করতে সুযোগ দেওয়া হয়। এটাই আমরা উনার কাছে অনুরোধ করতে এসেছি।"

তিনি জানান, উনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই অনুরোধটা আমরা করেছি। মন্ত্রীপরিষদ সচিব বলেছেন, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কথা বলে এই ব্যপারে সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি দেবেন। করোনাভাইরাস পরিস্থিতি, সংক্রমণ, মৃত্যু সবকিছু মাথায় নিয়ে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। আমরা আশাকরি সরকার এটা বিবেচনা করবে।

এর আগে গত ১৫ জুলাই মন্ত্রীপরিষদ সচিবের সঙ্গে দেখা করে শিল্প-কারখানা খোলা রাখার অনুরোধ জানিয়েছিলেন তারা। গত ২৩ জুলাই থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে শিল্প-কারখানা বন্ধ রেখে কঠোর বিধিনিষেধ দেয় সরকার। এই বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

   

About

Popular Links

x