Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

আম্বানিকে হটিয়ে ভারতের শীর্ষ ধনী আদানি

ভারত ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে টপকে সেই স্থান দখল করে নিয়েছেন শিল্পপতি গৌতম আদানি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০১:৩২ পিএম

ভারত ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে টপকে সেই স্থান দখল করে নিয়েছেন শিল্পপতি গৌতম আদানি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভারতের শেয়ারবাজার বন্ধের পর আম্বানির মোট সম্পদকে ছাড়িয়ে যান ১১তম শীর্ষ ধনী আদানি।

এদিকে, আদানি ও আম্বানি ছাড়া তালিকার পরের তিনটি আছেন যথাক্রমে শিব নাদার, রাধাকৃষ্ণ দামানি ও লক্ষ্মী মিত্তাল।

ফোর্বস “রিয়েলটাইম ডেটা নেটওর্থ”-এর সর্বশেষ তথ্যানুযায়ী, আম্বানির মোট সম্পদের পরিমাণ বর্তমানে ৮ হাজার ৯৪০ কোটি ডলার। অন্যদিকে, আদানির সম্পত্তির পরিমাণ প্রায় ৮৯.৫ বিলিয়ন ডলার বা ৮ হাজার ৯৫০ কোটি ডলার।

গৌতম আদানির “আদানি গ্রুপ “ মূলত গুজরাটকেন্দ্রিক একটি শিল্পপ্রতিষ্ঠান যেটি বন্দরসংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত। তবে, বন্দর ছাড়াও অন্যান্য বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করে আদানি গ্রুপ।

সম্প্রতি, দক্ষিণ কোরিয়ার কোম্পানি “পস্কো”র সঙ্গেও ইস্পাত, পুনর্ব্যবহারযোগ্য শক্তিসহ অন্যান্য ব্যবসায় খাতে ৩৭ হাজার ৫০০ কোটি রুপির চুক্তি করেছে আদানি গ্রুপ।

তবে, এবারই প্রথম ভারতের শীর্ষ ধনীর খেতাব হাতছাড়া হয়নি আম্বানির, এর আগে গত বছরের নভেম্বরেও আম্বানিকে টপকে গিয়েছিলেন আদানি।

   

About

Popular Links

x