Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

জানুয়ারিতে ৫% বেড়েছে রেমিট্যান্স

জানুয়ারি মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৭০ কোটি ৪৪ লাখ ডলার, যা ২০২১ সালের ডিসেম্বর মাসের চেয়ে ৭ কোটি ৩৮ লাখ ডলার বেশি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৮ পিএম

নতুন বছরের জানুয়ারি মাসজুড়ে বজায় ছিল প্রবাসী আয় প্রবাহের ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রবাসীরা এই মাসে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৭০ কোটি ৪৪ লাখ ডলার, যা ২০২১ সালের ডিসেম্বর মাসের চেয়ে ৭ কোটি ৩৮ লাখ ডলার বেশি। যা গত মাসের তুলনায় প্রায় ৫% বেশি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তবে রেমিট্যান্সের এই পরিমাণ ২০২১ সালের জানুয়ারি মাসের চেয়ে ২৫ কোটি ৭৫ লাখ ডলার, বা ১৩% কম। আগের বছরের জানুয়ারি মাসে প্রবাসী আয় আসে ১৯৬ কোটি ডলার।

২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্সের লক্ষ্যমাত্রা ২৬ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে সরকার। তবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম রেমিট্যান্স এসেছে। প্রথম সাত মাসে রেমিট্যান্স এসেছে ১১.৯৪ বিলিয়ন ডলার। তবে তা সরকারি লক্ষ্যমাত্রার মাত্র ৪৫.৯২%।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৯০ কোটি ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে ২৯৬ কোটি ডলার রেমিট্যান্স কম এসেছে।

জানা গেছে, চলতি অর্থবছরের জুলাইয়ে ১৮৭ কোটি ১৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এরপর আগস্টে ১৮১ কোটি, সেপ্টেম্বরে ১৭২ কোটি ৬৭ লাখ, অক্টোবরে ১৬৪ কোটি ৬৮ লাখ, নভেম্বর ১৫৫ কোটি ৩৭ লাখ, ডিসেম্বরে ১৬৩ কোটি এবং জানুয়ারি মাসে ১৭০ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

   

About

Popular Links

x