Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

তেলে আগুন, বেড়েছে পেঁয়াজের ঝাঁজও

বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে কেজিপ্রতি ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০১:৪০ পিএম

সম্প্রতি হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় বাজারে প্রতি কেজি পেঁয়াজের খুচরা মূল্য ১০-১২ টাকা এবং পাইকারি মূল্য ১৪-১৫ টাকা বেড়েছে।

দুই দিন আগেও যে ভারতীয় নাসিক পেঁয়াজ কেজিপ্রতি ৩৫-৩৬ টাকায় বিক্রি হতো, তা এখন ৪৪-৪৬ টাকায় বিক্রি হচ্ছে। শনিবার (৫ মার্চ) হিলি স্থলবন্দর এলাকার খুচরা বাজারে প্রতি কেজি ইন্দোর পেঁয়াজের দাম ৩০-৩২ টাকা থেকে বেড়ে ৪০ টাকা হয়েছে। 

এদিকে, বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে কেজিপ্রতি ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ী মইনুল শেখ ও ফেরদৌস হোসেন, বাজারে চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।

তবে আমদানি স্বাভাবিক হলে শিগগিরই দাম কমতে পারে বলেও জানিয়েছেন তারা।

পানামা হিলি বন্দরের জনসংযোগ কর্মকর্তা ও স্থলবন্দরের একটি বেসরকারি অপারেটর সোহরাব হোসেন মল্লিক জানান, গত সপ্তাহে ভারত থেকে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি করা হলেও এ সপ্তাহে মাত্র ১৮-২০ ট্রাক পেঁয়াজ আমদানি করা হয়েছে।

তিনি বলেন, “বৃহস্পতিবার (৩ মার্চ) ভারত থেকে ২১টি ট্রাকে ৫৭১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয় এবং শনিবারেও পেঁয়াজের আমদানি অব্যাহত ছিল।”

বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ বলেন, “আমদানি কমে যাওয়ায় এবং ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে বাজারে দাম কিছুটা বেশি। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজের দাম কমবে।”

   

About

Popular Links

x