Friday, July 11, 2025

সেকশন

English
Dhaka Tribune

রুপপুর প্রকল্পে অর্থায়ন বন্ধের নির্দেশ রুশ ব্যাংকের

সম্প্রতি বাংলাদেশ ব্যাংককে লেনদেন স্থগিত রাখা সংক্রান্ত একটি চিঠি পাঠায় রুশ ব্যাংকটি

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৩:৩২ পিএম

বাংলাদেশের রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে “পেমেন্ট” বন্ধ রাখার নির্দেশ দিয়েছে “দ্য ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স (ভিইবি) অব রাশিয়া। 

রাশিয়ার বেশ কয়েকটি ব্যাংকের ওপর বেলজিয়ামভিত্তিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের বার্তা প্রেরণের সুরক্ষিত নেটওয়ার্ক “সুইফট”র নিষেধাজ্ঞার ভেতরই এ নির্দেশটি এলো। 

বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সম্প্রতি বাংলাদেশ ব্যাংককে লেনদেন স্থগিত রাখা সংক্রান্ত একটি চিঠি পাঠায় ভিইবি। চিঠিতে ১ মার্চ থেকে ব্যাংকটির সঙ্গে লেনদেন বন্ধ রাখার কথা বলা হয়। 

সবশেষ বুধবার সুইফট তার সদস্য ব্যাংকগুলোর কাছে পাঠানো এক বার্তায় জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ৭ ব্যাংক ছাড়াও আরও কিছু আর্থিক প্রতিষ্ঠানকে এ স্থগিতের তালিকায় যুক্ত করা হয়েছে। এরমধ্যে রয়েছে এক্সিম ব্যাংক অব রাশিয়া, ওরিয়েন্ট এক্সপ্রেস, রসগ্রোস্ট্রাক ব্যাংক ও ভেতেবে ক্যাপিটাল। বেলারুশের দুটি ব্যাংকও সুইফটের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে।

প্রসঙ্গত,  রূপপুরে প্রকল্পে ১২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ২২ হাজার ৫৩ কোটি টাকা। এর মধ্যে রাশিয়ার ঋণসহায়তার পরিমাণ ৯১ হাজার ৪০ কোটি টাকা।


   
Banner

About

Popular Links

x