নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশন সম্পাদনের কারণে বেসরকারি ব্যাংক যমুনা ব্যাংক লিমিটেডের ব্যাংকিং লেনদেন ছয় দিন বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের (ডিওএস) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন গণমাধ্যম জাগোনিউজ।
ডিওএস জানায়, যমুনা ব্যাংক লিমিটেডের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সম্পাদনের উদ্দেশ্যে আগামী ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে তাদের আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।