Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্যাংক খুলেছে, লেনদেন চলবে ৬ ঘণ্টা

শেয়ারবাজারেও লেনদেন হবে স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত 

আপডেট : ০৫ মে ২০২২, ১০:৩৩ এএম

ঈদ-উল-ফিতরের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলে‌ছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। আজ থে‌কে পূর্ণ‌দিবস অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর ব্যাংকের অফিস খোলা থাক‌বে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শেয়ারবাজারেও লেনদেন হবে স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজান মাসে শেয়ারবাজা‌রে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

মঙ্গলবার দেশে উদযাপিত হয় ঈদ-উল-ফিতর। বুধবার ঈদের ছুটি শেষ হয়। ছুটি শেষে আজ কাজে যোগ দিয়েছেন সরকা‌রি বেসরকা‌রি কর্মকর্তা-কর্মচা‌রীরা। ত‌বে ঢাকার বাইরে যারা ঈদ উদযাপনে গেছেন এর ম‌ধ্যে বেশিরভাগ কর্মী ৫ মে (বৃহস্প‌তিবা‌র) ঐচ্ছিক ছুটি নিয়েছেন। তাদের আবার শুক্র ও শ‌নিবার সপ্তা‌হিক ছু‌টি। ফলে ব্যাং‌কিং কার্যক্রম পুরোপুরি চালু হতে আগামী রবিবার (৮ মে) পর্যন্ত সময় লেগে যাবে।

   

About

Popular Links

x