Tuesday, June 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

সিপিডি: অর্থনীতিতে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে উচ্চমূল্যের সরকারি ঋণ

ঋণের টাকা অনুৎপাদনশীল খাতে ব্যয় করার ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা না নিলে অর্থনীতি চাপের মুখে পড়বে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য

আপডেট : ১১ জুন ২০২২, ১১:৪৫ এএম

বাংলাদেশ সরকারি ঋণের ক্ষেত্রে একটি উপযুক্ত অবস্থানে থাকলেও অনুৎপাদনশীল খাতে উচ্চমূল্যের বৈদেশিক ঋণের ব্যয় বৃদ্ধির কারণে এটি আগামী ২৫ বছরে ভারসাম্যহীন পরিস্থিতির কারণ হতে পারে বলে এক সমীক্ষার ভিত্তিতে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সমীক্ষা অনুসারে, সাম্প্রতিক অতীতে বাহ্যিক উৎস থেকে সরকারি ও বেসরকারি উভয়ক্ষেত্রের ঋণ বেড়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করবে এবং বাণিজ্যের ভারসাম্যহীনতা বাড়াবে।

সোমবার (৯ মে) ভার্চুয়ালি আয়োজিত “ডিকনস্ট্রাকটিং পাবলিক ডেট অব বাংলাদেশ: ট্রেন্ডস, স্ট্যাটাস অ্যান্ড আউটলুক” শীর্ষক অনুষ্ঠানে এই সমীক্ষা উপস্থাপন করা হয়।

সিপিডির বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের ঋণের সার্বিক পরিস্থিতি উপস্থাপন করে জানান, মোট জাতীয় ঋণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়ে দ্রুত হারে বাড়ছে।

তিনি বলেন, “ঋণের টাকা অনুৎপাদনশীল খাতে ব্যয় করার ব্যাপারে সরকার এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা না নিলে দেশের সামষ্টিক অর্থনীতি চাপের মুখে পড়বে।”

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, “যদি জাতীয় ঋণের বর্তমান প্রবণতা অব্যাহত থাকে তাহলে অর্থনীতির বাহ্যিক ভারসাম্যের দুর্বলতা, অর্থ প্রদানের ভারসাম্যের অবনতি, রপ্তানি রাজস্ব, রেমিট্যান্স আয়, এফডিআই, বিদেশে সম্পদের আয়সহ বাহ্যিক আর্থিক প্রবাহে ঘাটতি দেখা যাবে। ফলস্বরূপ, ঋণ খেলাপি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস, উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, বিনিময় হারের অবমূল্যায়ন, ক্রেডিট রেটিং হ্রাসের মতো পরিস্থিতি দেখা দিতে পারে।”

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ ) তথ্যমতে, বাংলাদেশের মোট সরকারি ঋণ (জিডিপির শতকরা হিসেবে) ৩৪.৭%, যা ২০ অর্থবছরে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন ছিল।

   

About

Popular Links

x