Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

৮ ভোজ্যতেল আমদানিকারক-পরিশোধনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

জাতীয় স্বার্থে স্বতঃপ্রণোদিত হয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন দেশের ৮টি ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে

আপডেট : ১২ মে ২০২২, ০৮:৪১ পিএম

জাতীয় স্বার্থে স্বতঃপ্রণোদিত হয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন দেশের ৮টি ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোকে মামলার শুনানিতে অংশ নিতে নোটিশও পাঠানো হয়েছে।

বুধবার (১১ মে) প্রতিযোগিতা কমিশন আইনের ১৫ এবং ১৫ (২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলা ট্রিবিউন।

বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, প্রতিযোগিতা কমিশন আইনের ১৫ (২) এর ‘‘খ’’ ধারা অনুযায়ী, ওই ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে উৎপাদন, সরবরাহ, বাজার, কারিগরি উন্নয়ন, বিনিয়োগ বা সেবার সংস্থানকে সীমিত বা নিয়ন্ত্রণ করার অভিযোগ আনা হয়েছে।

যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়েছে সেগুলো হলো- সিটি এডিবল অয়েল লিমিটেড (তীর), বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (রূপচাঁদা), মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড (ফ্রেশ), বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল (বসুন্ধরা), শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পুষ্টি), এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড (এস আলম), প্রাইম এডিবল অয়েল লিমিটেড (প্রাইম) ও গ্লোব এডিবল অয়েল লিমিটেড (রয়্যাল শেফ)।

প্রতিযোগিতা কমিশন আইনের ১৫ ধারায় বলা হয়— কেউ পণ্য বা সেবার উৎপাদন, সরবরাহ, বিতরণ গুদামজাতকরণ বা অধিগ্রহণ-সংক্রান্ত কোনো চুক্তিতে বা যড়যন্ত্রমূলক যোগসাজশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবদ্ধ হতে পারবে না। এমনটি করার মাধ্যমে বাজারে বিরূপ প্রভাব, মনোপলি বা ওলিগোপলি অবস্থার সৃষ্টি করলে কমিশন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা এবং অন্যান্য ব্যবস্থা নিতে পারবে।

কমিশনের অনুসন্ধান দলের প্রতিবেদন ও অন্যান্য বিষয়াদি পর্যালোচনায় ১০ মে প্রতিযোগিতা কমিশনের সভায় সর্বসম্মতভাবে প্রত্যেকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত মতে, ১১ মে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়।

১০ মে প্রতিযোগিতা কমিশনের সভায় অনুসন্ধান দলের প্রতিবেদন ও অন্যান্য বিষয়াদি পর্যালোচনায় সর্বসম্মতভাবে প্রত্যেকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত মতে, বুধবার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়।

সিটি এডিবল ওয়েল, বাংলাদেশ এডিবল ওয়েল, মেঘনা ও ইউনাইটেড এডিবল ওয়েল রিফাইনারি লিমিটেড ও বসুন্ধরা ওয়েল রিফাইনারি মিলকে আগামী বুধবার এবং শবনম ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিজ, এস আলম সুপার এডিবল ওয়েল, প্রাইম এডিবল ওয়েল এবং গ্লোব এডিবল ওয়েল লিমিটেডকে ১৯ মে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দিয়েছে কমিশন।

প্রতিযোগিতা কমিশনের আইনে কোনো প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হলে আগের তিন বছরে ওই প্রতিষ্ঠান যে পরিমাণ লেনদেন বা পণ্য বিক্রি করেছে, তার ওপর সর্বনিম্ন ১% থেকে সর্বোচ্চ ১০% পর্যন্ত জরিমানা করার নিয়ম আছে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মফিজুর রহমান জানান, শুনানির পর কমিশনের নিজস্ব প্রক্রিয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x