Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

অর্ধেক দামে সুইজারল্যান্ডের ব্যাংক বিক্রি

ক্রেডিট সুইসের বর্তমান লোকসানের পরিমাণ ৫.৪ বিলিয়ন ডলার

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৭:০১ পিএম

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশটির দ্বিতীয় বড় ব্যাংক “ক্রেডিট সুইস” কিনছে সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস। শেয়ারমূল্যের বিচারে প্রায় অর্ধেক দামে ক্রেডিট সুইস বিক্রি হচ্ছে।

তবে ইউবিএসকে সঙ্গে নিতে হচ্ছে বিপুল পরিমাণ লোকসান।

ক্রেডিট সুইস কিনতে ইউবিএস-এর খরচ হবে তিন বিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ৩.২৩ বিলিয়ন ডলার। এই হিসেবে, ক্রেডিট সুইসের প্রতিটি শেয়ারের জন্য ইউবিএসকে ০.৭৬ সুইস ফ্রাঙ্ক দিতে হবে। অথচ শুক্রবার ক্রেডিট সুইসের প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১.৮৬ সুইস ফ্রাঙ্ক।

ক্রেডিট সুইসের বর্তমান লোকসানের পরিমাণ ৫.৪ বিলিয়ন ডলার। ব্যাংকটি কেনায় এখন এই লোকসান ইউবিএস এর সঙ্গে যুক্ত হবে।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে ক্রেডিট সুইস ব্যাংকটি কিনছে ইউবিএস। সমস্যাগ্রস্ত ব্যাংকটি কেনার পর ইউবিএস ক্ষতির মুখ দেখলে তখন তাকে সহায়তা করার নিশ্চয়তা নিয়েছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংকসহ দুটি ব্যাংক বন্ধ করার পর আবারও ২০০৮ সালের ব্যাংকিং সংকটের মতো পরিস্থিতি ফিরে আসতে পারে বলে অনেক বিনিয়োগকারী আশঙ্কা করছেন। তাদের আশ্বস্ত করতে যুক্তরাষ্ট্র, ক্যানাডা, ইংল্যান্ড, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক একসঙ্গে কাজ করছে।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক রবিবার বলেছে, ক্রেডিট সুইস ব্যাংক রক্ষার বিষয়টি আর্থিক বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে।

তবে সোমবার ইউরোপের শেয়ারবাজারে ব্যাংকিং সূচক গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম দেখা গেছে।

   

About

Popular Links

x