Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

আসছে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট

প্রস্তাবিত বাজেটে সামগ্রিক ঘাটতি থাকতে পারে দুই লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা

আপডেট : ০৭ জুন ২০২২, ০৫:১৬ পিএম

নতুন অর্থবছরের (২০২২-২৩) জন্য ছয় লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট আসছে। আগামী ৯ জুন জাতীয় সংসদের চলমান অধিবেশনে এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (৭ জুন) অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন অর্থবছরের বাজেট চলতি অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় ৭৫ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। অবশ্য সংশোধিত বাজেটে তা ১০ হাজার কোটি টাকার মতো কমে ৫ লাখ ৯৩ হাজার ৫'শ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সামগ্রিক ঘাটতি থাকতে পারে দুই লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। যা পূরণে বিদেশ থেকে ঋণ নেওয়া হবে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা। এছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে এক লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আগেই জানানো হয়েছে আসন্ন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পরিমাণ থাকছে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।

About

Popular Links